স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজ বাড়িতে এক অনুপ্রবেশকারীর সঙ্গে সংঘর্ষে ছুরিকাঘাতের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাড়ি ফিরে এসেছেন। মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫।
বৃহস্পতিবার মধ্যরাতে ৫৪ বছর বয়সী খানকে তার বাড়িতে ডাকাতির চেষ্টার সময় এক দুষ্কৃতিকারী ছয়বার ছুরিকাঘাত করে। চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ড, ঘাড় এবং হাতে ছুরিকাঘাতের আঘাত পাওয়ার পর তার অস্ত্রোপচার হয়।
মঙ্গলবার বিকেলে খান হাসপাতাল থেকে ছাড়া পান। গাড়ি থেকে নেমে তিনি টিভি ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন এবং ব্যান্ডেজ মোড়ানো হাত নাড়ান।
রবিবার পুলিশ আক্রমণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজন ব্যক্তিকে আটক করে, যিনি সম্ভবত বাংলাদেশের নাগরিক। তারা অপরাধটির তদন্ত অব্যাহত রেখেছে।
মুম্বাইয়ের শহরতলি থেকে আটক সন্দেহভাজন ব্যক্তিটি বিজয় দাস নামে পরিচয় দিচ্ছিলেন, তবে তাকে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ বিভাগের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম এক প্রেস কনফারেন্সে জানান, তিনি পাঁচ-ছয় মাস আগে শহরে এসে একটি হাউসকিপিং সংস্থায় কাজ শুরু করেছিলেন।