অ্যাকসেসিবিলিটি লিংক

তীব্র খরায় ভারতের ৩৩ কোটি নাগরিক, বা, ২৫% জনসংখ্যা বিপন্ন


গত কিছু দিন ধরে তীব্র খরায় দেশের ৩৩ কোটি নাগরিক, বা, ২৫% জনসংখ্যা বিপন্ন। এ নিয়ে এক গুচ্ছ জনস্বার্থ মামলায় শুনানির সময় কেন্দ্রীয় ও কয়েকটি রাজ্য সরকারকে তীব্র ভর্তসনা করে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, এরা যেন উটপাখির মত বালিতে মুখ গুঁজে রয়েছে। খরার সঙ্কট নিরসনে যথা কর্তব্য করছে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীগুলির অববাহিকা অঞ্চল বাদ দিলে দেশের বাকি অংশে বাস-করা দেশের ৬৪% ভারতীয়কে মাত্র ২৯% জল দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। ভারত জলের জন্য বৃষ্টির ওপর নির্ভর করে। কৃষি-ই ৮০% জল নিয়ে নেয়। তা সত্বেও চিন বা ইন্দোনেশিয়ার তুলনায় ভারতে কৃষি উতপাদন কম। কম জলে বেশি চাষের প্রযুক্তি আয়ত্ব করতে হবে সরকারকে। এ ছাড়াও সামগ্রিক ভাবে দেশ জুড়ে জলের সদ্ব্যবহারের জন্য প্রযুক্তি ও নীতি রূপায়ণ করতে হবে সরকারকে।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG