অ্যাকসেসিবিলিটি লিংক

লিওন প্যানেটার ক্যাম্বডিয়া সফরঃ ঐ অঞ্চলে আমেরিকা-এশিয় সম্পর্কের নতুন সূচনা



যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা দক্ষিণপূর্ব এশিয়ায় সামরিক সহযোগীতা সম্প্রসারণের লক্ষ্যে আলাপ আলোচনার জন্য ক্যাম্বডিয়া সফর করছেন। প্রেসিডেন্ট বারক ওবামার ঐ অঞ্চলে আঞ্চলিক সম্মেলনে অংশ গ্রহনের ঠিক আগে তিনি এই সফরে গেলেন

পেনেটা শুক্রবার ঔ অঞ্চলের ১০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সংগে আলোচনা করেন এবং সম্প্রতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি ওয়াশিংটিনের কৌশল পরিবর্তনের কথা তুলে ধরেন।

তিনি বলেন “এ হচ্ছে বিভিন্ন দিক থেকে ঔ আঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন সূচনা। আর সেখানে আমাদের উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে ঔ অঞ্চলের দেশগুলোর ক্ষমতাকে আরো সমৃদ্ধ করে তোলা।”

প্যানেটা এই নিয়ে জুন মাস থেকে ঐ অঞ্চলে ৩ বার সফর করছেন।
XS
SM
MD
LG