অ্যাকসেসিবিলিটি লিংক

হিউস্টনে বন্যা পরিস্থিতির বিবরণ দিলেন শাহ্ হালিম


Flood in Houston, Texas
Flood in Houston, Texas
Flooded street in Houston, Texas
Flooded street in Houston, Texas

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন ও তার আশে পাশের এলাকা, অবিরাম বর্ষণ ও প্রবল বন্যায় বিধ্বস্ত।

শক্তিশালী ঘূর্নিঝড় হার্ভির প্রচন্ড আঘাতের পর ওই এলাকার বাসিন্দারা দুর্বিষহ জীবন যাপন করছে।

বন্যার ঢলে ভেসে গিয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। উদ্ধারকর্মীরা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

Shah Haleem, Chairperson, Bangladesh Association of Houston
Shah Haleem, Chairperson, Bangladesh Association of Houston

হিউস্টন এলাকার বাসিন্দাদের মধ্যে প্রায় ১৫ হাজার বাঙ্গালী আছেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন এর চেয়ারপার্সন হচ্ছেন শাহ্ হালিম। তিনি হিউস্টনের উপকন্ঠেই থাকেন।

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলেন।

তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

XS
SM
MD
LG