ভারতের ডাক বিভাগের বার্ষিক প্রতিবেদন অনুসারে সব ধরনের চিঠিপত্রের সংখ্যা দু’ হাজার তেরো/চোদ্দ অর্থ বছরে , তার আগের বছরের তুলনায় আরো বৃদ্ধিই পেয়েছিলো। এই ইন্টারনেট আর মোবাইল ফোনের যুগেও খাম-পোস্ট কার্ডের চাহিদা কিন্ত কমেনি -এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
পুরনো কালের ডাক পরিষেবা যতই জনপ্রিয় হোক, এই পরিষেবা দিতে গিয়ে ডাক বিভাগের কিন্তু বিপুল লোকসান করতে হয়। যেমন, ৫০ পয়সা দামের প্রতিটি পোস্টকার্ডের জন্য সরকারের লোকসান ৫ টাকা। ইনল্যান্ড লেটারের ক্ষেত্রে ৭ টাকা। আর, স্পিডপোস্টের জন্য ১৫ টাকা ৪০ পয়সা! তবু গ্রাম ভারতে বিপুল জনপ্রিয় এই লোকসানের ডাক পরিষেবা বন্ধ করে দেবার কথা ভাবছে না সরকার।
আজকের যুগটা যতই হোক না কেন ইন্টারনেট আর মোবাইল ফোনের, ভারতে সেই আদ্যিকালের পোস্টকার্ড আর ইনল্যান্ড লেটারের ব্যবহার কিন্তু একটুও কমেনি। সর্বশেষ হিসেব অনুসারে, ২০১৩-১৪ অর্থ বছরে ভারতীয় ডাক বিভাগ ৬০৮ কোটি বিভিন্ন ধরণের চিঠিপত্র বিলি করেছে। সংখ্যাটা তার আগের বছরের চেয়ে ০.৫% বেশি। অথচ, টেলিগ্রাম পরিষেবা কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে বছর তিনেক আগেই।
পুরনো কালের ডাক পরিষেবা যতই জনপ্রিয় হোক, এই পরিষেবা দিতে গিয়ে ডাক বিভাগের কিন্তু বিপুল লোকসান করতে হয়। যেমন, ৫০ পয়সা দামের প্রতিটি পোস্টকার্ডের জন্য সরকারের লোকসান ৫ টাকা। ইনল্যান্ড লেটারের ক্ষেত্রে ৭ টাকা। আর, স্পিডপোস্টের জন্য ১৫ টাকা ৪০ পয়সা! তবু গ্রাম ভারতে বিপুল জনপ্রিয় এই লোকসানের ডাক পরিষেবা বন্ধ করে দেবার কথা ভাবছে না সরকার।