অ্যাকসেসিবিলিটি লিংক

​আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা



আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা ভারতীয় কনস্যুলেটে গুলি চালিয়েছে তবে কূটনীতিদের নিরাপদের ঐ স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, হেরাত শহরে ঘটনাটি ঘটে। সশস্ত্র চার ব্যক্তি কাছের একটি ভবন থেকে মেশিনগান এবং প্রপেলার যুক্ত রকটের সাহায্য গ্রেনে্ড হামলা চালানোর পরে নিরাপত্তা বাহিনীর সংগে বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশ জানিয়েছে বন্দুকধারীদের হত্যা করা হয়েছে।

নতুন দিল্লীর বহিঃবিশ্ব সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ আকবরুদ্দীন ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আফগান নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছানোর আগেই ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ আক্রমণ থামাতে সক্ষম হয়।

তাতক্ষণিক ভাবে আক্রমণের দায়িত্ব কেউ স্বিকার করেনী।
XS
SM
MD
LG