অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরের ‘আমুন রে’ প্রায় ৫০ বছর পর খোলা হল


মিসরের ‘আমুন রে’ নামের প্রাচীন মন্দিরটি প্রায় ৫০ বছরের বেশি সময় বন্ধ থাকার পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। 'The King of Gods' হচ্ছেন হ্যাপসেটসুটের ফ্যারো প্রাচীন মিসরীয় ইতিহাসে সবচাইতে দীর্ঘ সময়ের শক্তিশালী এক নারী শাসক।

মিসরের প্রাচীন সভ্যতা বিষয়ক মন্ত্রি ফিতা কেটে আমুন রে-এর শুভ উদ্বোধন করেন। ১৯৬১ সালে ঐ মন্দিরটি ঠিকঠাক করার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।

XS
SM
MD
LG