অ্যাকসেসিবিলিটি লিংক

কঙ্গোর ইবোলা পরিস্থিতি ২০১৮ সালের চাইতে ভয়াবহ


বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)জানায়, পশ্চিমাঞ্চলীয় কঙ্গোতে ইবোলা মহামারীতে সংক্রমণের সংখ্যা ২০১৮ সালের সংক্রমণের সংখ্যাকে ছাড়িয়ে গেছে I সংস্থাটির আফ্রিকা বিষয়ে আঞ্চলিক পরিচালক, ডক্টর মাতশিদিসো ময়েতি বলেন, বর্তমানে এখানে ৫৬টি সংক্রমণের খবর এক উদ্বেগের বিষয়, যা বিগত সংখ্যার চাইতে বেশি I

তিনি জানান, করোনা সংক্রমণের প্রাধান্য, অপর্যাপ্ত অর্থায়ন এবং ভৌগোলিক দুর্গম অবস্থানের কারণে, ইবোলা সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে I

XS
SM
MD
LG