পরিসংখ্যানবিৎ ড: নিজাম উদ্দীন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লরিডাতে দীর্ঘ দিন ধরে শিক্ষাকতা করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে পাশ করেন, তারপর ক্যানাডার University of Saskatchewan থেকে গণিতে মাস্টার্স করেন এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের Old Dominion University থেকে Ph.D করেন।
প্রফেসর নিজাম উদ্দীন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তাঁর পেশাগত জীবন, পরিবহন নিরাপত্তা, পরিসংখ্যান সংগ্রহে প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
অর্ল্যান্ডো সফরের সময় ড: নিজাম উদ্দীনের সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।