ক্রাইমিয়ায় গতকালকের গণভোটে বিপুল সংখ্যাধিক্য রূশ সমর্থক অধিবাসিরা য়ুক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যাওয়ার পক্ষে রায় দিয়েছে।অপেক্ষাকৃত সংখ্যালঘু জনগোষ্ঠী, মুসলিম সম্প্রদায়সহ বেশ চিন্তান্বিত- কি করা দরকার, কি হবে – এসব প্রশ্নে। পশ্চিম ইতিমধ্যে রাশিয়ার ওপর বিধিনিষেধ আরোপ নিয়ে চিন্তা ভাবনা করছে- এমতাবস্থায় কি করতে হবে , এর পর কি করা প্রয়োজন ইত্যাদি নিয়ে।
এই প্রায় সাড়ে চার কোটি মানুষের দেশটি কি আরো ভাঙ্গতে পারে কিনা- এর অর্থনৈতিক দিকটাই বা কেমনতরো – এসব জিজ্ঞাসাও উঠে আসছে।
ক্রাইমিয়ার গতকালকের গণভোটে ক্রাইমিয়ার প্রায় ৯৫ শতাংশ মানুষ রাশিয়ার পক্ষে রায় দিয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলছি নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক-ভাস্যকার/বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লার সঙ্গে।
এই প্রায় সাড়ে চার কোটি মানুষের দেশটি কি আরো ভাঙ্গতে পারে কিনা- এর অর্থনৈতিক দিকটাই বা কেমনতরো – এসব জিজ্ঞাসাও উঠে আসছে।
ক্রাইমিয়ার গতকালকের গণভোটে ক্রাইমিয়ার প্রায় ৯৫ শতাংশ মানুষ রাশিয়ার পক্ষে রায় দিয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলছি নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক-ভাস্যকার/বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লার সঙ্গে।