অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রটিক দলীয় গুরুত্বপূর্ন তথ্য হ্যাক করার দাবী জানিয়েছে এক হ্যাকার


যুক্তরাষ্ট্রের ডেমোক্রটিক দলীয় গুরুত্বপূর্ন তথ্য হ্যাক করার দাবী জানিয়ে এক হ্যাকার শুক্রবার প্রায় ২০০ আইনপ্রণেতার ঠিকানা, ফোন নম্বর ও ব্যাক্তিগত তথ্য প্রকাশ করেছে।

গুসিফার ২.০ নামে নিজেকে পরিচয় দিয়ে ঐ হ্যাকার ১৯৪ জন সাবেক ও বর্তমান কংগ্রেস সদস্যের তথ্য তার ওয়ার্ডপ্রেস সাইটে প্রকাশ করে।

গুসিফার জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এর আগে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের তথ্য হ্যাক করার কথা তুলে ধরে গুসিফার বলেছে কংগ্রেস সদস্যরা প্রাইমারী নির্বাচনের সময় হিলারীর প্রতি পক্ষাপাতদুষ্ট ছিলেন এবং সবকিছুই পর্দার আড়াল থেকে করা হচ্ছে।

সে তার সাইটে লিখেছে, “মূল কথা হচ্ছে এখানে ডিসিসিসি Democratic Congressional Campaign Committee (DCCC).এর সার্ভার থেকে নেয়া তথ্য দেয়া হলো। সেগুলো ব্যাবহার করুন”।

আইনপ্রনেতাদের ব্যাক্তগত ফোন নম্বর ও ঠিকানা তাদের কাজকর্মের তালিকা সহ নানা বিষয় প্রকাশ করা হয়েছে। এতে করে উদ্বিগ্ন আইন প্রনেতারা। তারা বলছেন তাদের ইমেইল খারাপ কাজে ব্যাবহৃত হতে পারে।

ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে বলা হয়েছে এই হ্যাকিং এর পেছনে রাশিয়ার সম্পৃক্ততা থাকতে পারে যা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের প্রভাবে করা হতে পারে।

XS
SM
MD
LG