অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে গ্রামবাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ 


স্থানীয় মাধ্যমের খবরে প্রকাশ, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সঙ্গে শনিবার কোদাল-কাস্তে সজ্জিত গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধেI মাধ্যমের খবরে জানা যায়, নিরাপত্তা বাহিনী আয়ুর্বেদা নদীর উপত্যকায় অস্ত্রের সন্ধানে এলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়I

রাষ্ট্রীয় টেলিভিশনে ৩জন সন্ত্রাসীর মৃত্যুর খবর দেয়া হয়Iএছাড়াও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে আরো দুজনকে নিরাপত্তা বাহিনী আটক করেI

পহেলা ফেব্রুয়ারী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর, সেনাবাহিনী এখনো দেশের নিয়ন্ত্রণ পুরোপুরি লাভ করে নিI জান্তার নেতা, জেনারেল মিন আউং হ্লেইংয়ের সঙ্গে আসিয়ান দেশের নেতাদের বৈঠকের খবরে, বার্মার বিভিন্ন এলাকায় ক্ষোভ ও ক্রোধ ব্যক্ত করা হয়I

XS
SM
MD
LG