যুক্তরাষ্ট্রের সেনেট মঙ্গলবার জাতিসংঘের দূত হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিয়েছে । কোন কোন রিপাবলিকানের আপত্তির কারণে এই নিয়োগ বিলম্বিত হলো। পক্ষে ৭৮ এবং বিপক্ষে ২০ ভোটে লিন্ডা টমাস-গ্রীনফিল্ডের নিয়োগ নিশ্চিত হলো। তিনি দ্বিদলীয় সমর্থন লাভ করেন এবং ২০ জন রিপাবলিকান সেনেটার এই নিয়োগ সমর্থন করেন যাঁদের মধ্যে ছিলেন লিন্ডসে গ্রাহাম , মিট রমনে এবং সংখ্যালঘু নেতা মিচ ম্যাকনেল । টমাস গ্রীনফিল্ডের নিজের রাজ্য লুসিয়ানার দু জন রিপাবলিকান সদস্য বিল ক্যাসিডি এবং জন কেনেডিও তাঁকে সমর্থন করেন।
পালাক্রমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে পয়লা মার্চ থেকে যুক্তরাষ্ট্র আর তার ঠিক এক সপ্তা আগে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হলেন।তিনি প্রেসিডেন্টের মন্ত্রী সভায়ও আসন গ্রহণ করবেন।