অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিচ্ছে ইরাকী সেনারা ঃ জো বাইডেন


Joe Biden
Joe Biden

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিকে টেলিফোনে ইসলামিক ষ্টেট জংগীদের বিরুদ্ধে ইরাকী সেনারা যে জীবন উৎসর্গ করছে এবং তাদের অসীম সাহসিকতার জন্য ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের রবিবার বলেন গত সপ্তাহে ইরাকী বাহিনীর একা লড়াই-করার দৃঢ় প্রত্যয় ছিল না বলেই রামাদী থেকে হটে গেছে, যার ফলে ইসলামিক ষ্টেট ঐ শহরটি দখল করে নেয়। তাঁর এই মন্তব্যে ইরাকীরা ক্ষোভ প্রকাশ করে এবং তা উপসমের লক্ষ্যেই দৃশ্যত ভাইস প্রেসিডেন্টের এই টেলিফোন।

হোয়াইট হাউজ বলছে, বাইডেন ইসলামিক ষ্টেট দলের বিরুদ্ধে লড়াইএ আমেরিকার দৃঢ় সমর্থন জানানোর জন্যই ফোন করেন।

XS
SM
MD
LG