অবশেষে স্বস্তি পেলে নির্ভয়ার পরিবার। চলতি মাসের আগামী ২২শে জানুয়ারি দোষী সাবস্ত্যদের ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিলেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক।
আগামী ২২শে শে জানুয়ারি ভারতীয় সময় সকাল সাতটায় তাদের ফাঁসিতে ঝোলানো হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তবে চারজন দোষী সাবস্ত্যকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে বিকল্প আইনি সাহায্য নেওয়ার জন্য। সেই অনুযায়ী পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের বিরুদ্ধে সু্প্রিম কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন ধর্ষকদের আইনজীবী এপি সিং। যদিও তাতে কোন লাভ হবে না বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল। ফলে আগামী ২২শে জানুয়ারিতে ফাঁসি ঝুলতে হবে নির্ভয়ার চার ধর্ষককে।
আজ মঙ্গলবার সকাল থেকে এই মামলার দিকে নজর ছিল গোটা দেশের। নির্ভয়ার বাবা ও মা'র মতো অপেক্ষার প্রহর গুনছিলেন অসংখ্য সাধারণ জনগণ। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ চার ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর বিষয়ে সবুজ সংকেত দেন পাতিয়ালা হাউস কোর্ট এর বিচারক। সই করেন ধর্ষকদের মৃত্যু পরোয়ানায়।
উল্লেখ করা যেতে পারে গত ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়াকে গণধর্ষণ করে ৬ দুষ্কৃতী। নির্ভয়া এবং তাঁর বন্ধু অবীন্দ্র প্রতাপের উপর নৃশংস অত্যাচার চালায় তারা। সেই মামলায় আগেই ঐ চার জনকে ফাঁসির সাজা শুনিয়েছিল সুপ্রিম কোর্ট। একজন কারাবাসের সময়ে আত্মহত্যা করেছিলেন এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়াতে আগেই ছাড়া পেয়ে গিয়েছিল। সেই সঙ্গে উল্লেখ করার বিষয় গত ২০১৭ সালে এই রায় পুনর্বিবেচনা করে দেখতে আদালতে আর্জি জানিয়েছিল দোষীদের মধ্যে একজন ব্যক্তি অক্ষয়। গত মাসেই তার সেই আবেদন খারিজ হয়ে যায়।