তোমরা এত বই পড়ে জ্ঞান অর্জন কর, কিন্তু কখনো নিজেকে পড়ার চেষ্টা করনা। তোমরা মন্দির আর মসজিদে ঠিকই যাও, কিন্তু কখনো নিজের মনের ভেতরে ঢুকতে পারোনা। প্রতিদিন তোমরা শয়তানের সাথে লড়, কিন্তু নিজের অহংকারের সঙ্গে লড়াই করার কোন চেষ্টাই করনা।
এত প্রার্থনা করে কি হবে? এত জ্ঞান অর্জন করেই বা কি হবে? শুধু এক আলিফ-ই চাই যা আমাদের জীবন স্বার্থক করবে।
পাঞ্জাবি সুফি গায়ক সাইন যাহুর তাই বলতে চান। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তাঁর গাওয়া গান “আইক আলিফ”। আর তাঁর সাথে তাল মেলাচ্ছেন পাকিস্তানি ব্যান্ড নুরি। পাকিস্তানের বিখ্যাত কৌক স্টুডিও-তে বসে তাঁরা রেকর্ড করেছেন এই গান।
শুনুন “আইক আলিফ”...