অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ আইরিশ বয় ব্যান্ড বয়জোনের গান ওয়ার্ডস


আজকের বিশ্ব সঙ্গীতঃ আইরিশ বয় ব্যান্ড বয়জোনের গান ওয়ার্ডস
আজকের বিশ্ব সঙ্গীতঃ আইরিশ বয় ব্যান্ড বয়জোনের গান ওয়ার্ডস

কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আয়ারল্যান্ডের বিখ্যাত বয়ব্যান্ড বয়জোনের জনপ্রিয় গান “ওয়ার্ডস,” যা সারা বিশ্বের তরুণ তরুণীদের মন কেড়ে নিয়েছিলো।

যখন যুক্তরাষ্ট্রে ব্যাক্সস্ট্রিট বয়েস বা এনসিংক-এর মত বয়ব্যান্ডদের ঘীড়ে প্রচন্ড উত্তেজনা, তখন আয়ারল্যান্ড থেকে উঠে আসে এই ব্যান্ড। এমনকি বাংলাদেশেও ছড়িয়ে পড়ে তাদের নাম।

শুনছেন রোনান কিটিং-এর কন্ঠে “ওয়ার্ডস”। ওয়ার্ডস – শব্দ। শুধু কয়েকটা শব্দই আছে যা আমি তোমাকে দিতে পারি। যা দিয়ে আমি তোমার মন পাওয়ার চেষ্টা করতে পারি। এই পৃথিবী তার গৌরব হারিয়ে ফেলেছে। চলো, আমরা একটা নতুন গল্প লিখি...

আজকের বিশ্ব সঙ্গীতঃ আইরিশ বয় ব্যান্ড বয়জোনের গান ওয়ার্ডস
আজকের বিশ্ব সঙ্গীতঃ আইরিশ বয় ব্যান্ড বয়জোনের গান ওয়ার্ডস

বয়যৌন - ১৯৯৩ সালে ৫ সদস্যের এই ব্যান্ড গঠন করা হয়। তারপর ইংল্যান্ডের টপ ৪০-র তালিকায় তাদের ১৯টি গান এবং আয়ারল্যান্ডের তালিকায় তাদের ২১টি গান স্থান পায়। তাদের জনপ্রিয়তা বাড়তেই থাকে, কিন্‌তু কয়েক বছর পর তারা একসাথে গান গাওয়া ছেড়ে দেন। আবার ২০০৭ সালে তারা একত্রিত হয়ে সারা বিশ্বে ঘুড়ে ঘুড়ে কন্সার্ট করেন।

২০০৯ সালে তাদের এক সদস্য স্টিফেন গেইটলি মারা যান। তাঁকে ছাড়াই এখন বয়যৌন গান গেয়ে চলেছে। এই বছরের শেষেই তাদের নতুন একটি এয়্যাল্বাম বাজারে আসবে।

XS
SM
MD
LG