অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদের সেই জনপ্রিয় গান "দিদি"


খালেদের সেই জনপ্রিয় গান "দিদি"
খালেদের সেই জনপ্রিয় গান "দিদি"

আপনাদের নিশ্চয়ই মনে আছে খালেদের অতি জনপ্রিয় গান দিদি। আলজেরিয়ার গায়ক খালেদের এই গান শুধু আরব দেশগুলোতে নয়, সারা বিশ্বে জনপ্রিয়।

খালেদের সেই জনপ্রিয় গান "দিদি"
খালেদের সেই জনপ্রিয় গান "দিদি"

৯০-এর দশকে এই গান মুক্তি পাওয়ার পর, ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের মানুষও গানের তালে মেতে হয়ে ওঠে। ভারতের একটি ছবি “শ্রিমান আশিক”-এও গানটি ব্যাবহার করা হয়েছিলো। ২০১০ সালের ফিফা ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে খালেদ এই গান গেয়ে আবার নতুন করে সবার মন জয় করে নেন।

খালেদের আরেক নাম “প্রিন্স অফ রাই”। রাই নামের লোকসঙ্গীতের রাজকুমার তিনি। তিনিই রাজা। শুনছেন তাঁর বিশ্ব মাতানো গান “দিদি”।

XS
SM
MD
LG