অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ২৩৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে


কুচকাওয়াজ, বনভোজন, আতশবাজি ও কনসার্ট এর মধ্য দিয়ে শনিবার গোটা যুক্তরাষ্ট্র জুড়ে আমেরিকানরা উদযাপন করছে দেশটির ২৩৯ তম স্বাধীনতা দিবস।

প্রেসিডেন্ট বারাক ওবামা তার সাপ্তাহিক বক্তব্যে , স্বাধীনতা দিবস ‘ফোরর্থ অফ জুলাই’ এর উপলক্ষে আমেরিকানদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে এই দিনটি তার বড় মেয়ে মালিয়ার ১৭তম জন্ম দিনও।

এ উপলক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার হোয়াইট হাউজ-এর পেছনের আঙ্গিনায় ব্যাকইয়ার্ড বারবিকিউ’র আয়োজন করেছেন। যাতে কয়েক শ' সেনা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অন্যদিকে, ভার্জিনিয়ার মাউন্ট ভার্ণনে একশ’ নতুন নাগরিকের নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন সিআইএ’র মহাপরিচালক জন ব্রেনান। এছাড়া আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং তার স্ত্রী মারথা’কে নাটকের মাধ্যমে তুলে ধরা হবে।

শনিবার রাতে ন্যাশনাল মলে আতশবাজি এবং কনসার্ট রয়েছে। আর সে কনসার্টে শিল্পী থাকছেন – Barry Manilow, Alabama, KC and the Sunshine Band, Nicole Scherzinger, Ronan Tynan এবং ন্যাশনাল সিমফোনি অর্কেসট্রা।

XS
SM
MD
LG