বার্তা সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে, আফ্রিকার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল বলছেন চীনের তরফ থেকে ক্রমবর্ধমান সামরিক হুমকি আসতে পারে আমেরিকার পূর্ব দিক থেকেও কারণ বেইজিং আফ্রিকার অ্যাটলান্টিক উপকুলে বিশাল নৌ বন্দর স্থাপন করতে চায়, যার ফলে সেখানে ডুবো জাহাজ কিংবা বিমান বাহী জাহাজ নিয়ে যাওয়া যায়।
জেনারেল স্টিফেন টাউনসেন্ড দ্য এসোসিয়েটেড প্রেসকে বলছেন, চীন মৌরিতানিয়া থেকে শুরু করে নামিবিয়ার দক্ষিণ পর্যন্ত আফ্রিকান দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করেছে এবং সে দিকে নৌ-স্থাপনা তৈরির ইচ্ছে পোষণ করছে। সেটি বাস্তবায়িত হলে চীন তার যুদ্ধ জাহাজগুলির ঘাঁটি সেখানেই স্থাপন করতে পারবে এবং তা হলে তার নৌশক্তি যেমন প্রশান্ত মহাসাগরে তেমনি অ্যাটলান্টিক মহাসাগরেও সম্প্রসারিত হবে।