অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়মতই তারা নিরাপত্তা চুক্তি করবেন


যুক্তরাস্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বলেছেন আফগানিস্তান এর প্রতিরক্ষামন্ত্রী তাকে বলেছেনযে যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়মতই তারা নিরাপত্তা চক্তি করবেন।

শনিবার আফগান্স্তিানে পৌছে প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর সঙ্গে বৈঠককালে চাক হেগেলের কাছে একথা বলেন তিনি। তিনি বলেনৈ তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করছেন না।

এর আগে শনিবার বাহরাইনে আঞ্চলিক নিরাপত্তা ফোরামে বক্তব্যদানকালে চাক হেগেল বলেন ইরানের সঙ্গেচুক্তি হওয়ার কারনে মধ্যপ্রাচ্য নীতিতে যুক্তরাষ্ট্র কোনো পরিবর্তন করবে না।
XS
SM
MD
LG