আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠি Doctors Without Borders বলেছে উত্তর আফগানিস্তানে তাদের হাসপাতালের ওপর গত মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পূর্নপর্যালোচনায় সেখানে হামলা করার কোনো যৌক্তিক কারন খুঁজে পাওয়া যায়নি।
Médecins Sans Frontières (MSF) নামে পরিচিত সংগঠনটির বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ঐ হাসপাতালের ভেতরে বা আশেপাশে কোনো শশস্ত্র যুদ্ধের ঘটনা ঘটেনি। এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল MSF প্রতিনিধিদের সঙ্গে ব্যাক্তিগতভাবে কথা বলেছেন।
মুখপাত্র জেফ ডেভিস বলেন ওই ঘটনায় নিহত আহত ও ক্ষতিগ্রস্থদের সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করছে। গত মাসে জেনারেল ক্যাম্পবেল সেখানে বোমা হামলার দায় শিকার করেন।