ওয়াশিংটনের কাছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিশিষ্ট রক্ষণশীলদের তিন দিনের সন্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনা, ইতালি ও স্লোভাকিয়ার বর্তমান নেতাদের ভাষণ দেবার কথা আছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, “লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে পশ্চিমা দেশগুলোতে ঢুকতে দিয়ে আমরা পশ্চিমা সভ্যতা পুনর্গঠন করতে পারব না।”
যুক্তরাষ্ট্র সেনেট বৃহস্পতিবার ৫১-৪৯ ভোটে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক হিসেবে কাশ পাটেলের নিয়োগ নিশ্চিত করেছে। দু’জন রিপাবলিকান সেনেটার সুসান কলিন্স ও লিসা মুরকোস্কি কাশ পাটেলের নিয়োগ নিশ্চিতকরণের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এশীয় অভিবাসীদের প্রথম দলকে কোস্টারিকা গ্রহণ করেছে। প্রত্যাবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অভিবাসীদের এক মাসের জন্য একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে রাখা হবে। যুক্তরাষ্ট্র সরকার এই খরচ বহন করবে।