যুক্ত্ররাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার ইউক্রেনের নেতার তীব্র সমালোচনা করার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়ার সঙ্গে “স্থায়ী শান্তি” প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে তিনি বৃহস্পতিবার কিয়েভে ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প জেলেন্সকিকে “নির্বাচনবিহীন স্বৈরশাসক” বলে অভিহিত করেন এবং জেলেন্সকি ট্রাম্পকে রাশিয়া প্রভাবিত “ভুল তথ্যের জগতে” বাস করছেন বলে অভিযোগ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার মায়ামিতে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও টেক এক্সিকিউটিভদের এক সমাবেশে যোগ দেন। সৌদি আরবের রাষ্ট্রীয় তহবিল এই বৈঠকের আয়োজন করে। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব থেকে বিনিয়োগ বাড়াতে চাইছেন।
ট্রাম্প প্রশাসন ল্যাটিন আমেরিকার আটটি অপরাধী চক্রকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে সালভাদরের এমএস-থার্টিন গ্যাং, ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া গ্যাং এবং মেক্সিকান সিনালোয়া কার্টেল রয়েছে।