যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপরে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছেন। যেসব দেশের ক্ষেত্রে ব্যতিক্রম, কোটা এবং বিভিন্ন পণ্যের উপর ছাড় দেয়া হতো, ট্রাম্পের নির্বাহী আদেশে সেগুলো প্রত্যাহার করা হয়েছে। অন্যান্য দেশের পক্ষ থেকে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমার আপত্তি নেই ।”
চীন সোমবার চীনা পণ্যের ওপর ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ইউরোপীয়ান কমিশন সোমবার বলেছে যে তারা ইইউ-র স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে তবে বিস্তারিত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গাজায় আটক সব জিম্মিকে শনিবার দুপুরের মধ্যে মুক্তি না দেওয়া হলে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন এবং এতে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হামাস বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় প্রত্যাবর্তনে বিলম্ব করানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে, যদিও এরই মধ্যে লক্ষ লক্ষ মানুষ গাজায় ফিরে গেছে।