বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, স্থানীয় শুক্রবার (২৪ জানুয়ারি) সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিট) তার ছুটির কাগজপত্র হস্তান্তর করা হয়।
পরে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তার বড় ছেলে তারেক রহমানের বাসায় গিয়েছেন।
ডা. জাহিদ বলেন, "ম্যাডাম ক্লিনিক থেকে ছুটি পেয়েছেন এবং বর্তমানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন।"
খালেদা জিয়া অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় তার চিকিৎসা চালিয়ে যাবেন।
জাহিদ বলেন, খালেদা জিয়ার লন্ডনে যাওয়া বাংলাদেশি চিকিৎসকরা তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করবেন।
অধ্যাপক কেনেডির নেতৃত্বাধীন লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার আগে খালেদা জিয়ার সব শারিরীক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।
লিভার সিরোসিস, কিডনি ও হার্টের সমস্যা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসে ভুগতে থাকা ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী বাড়িতে কঠোর চিকিৎসা পদ্ধতি মেনে চলবেন।
খালেদা জিয়া হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান।
গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।
তখন থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ছিলেন।