অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় আরও ১১ জন গ্রেফতার


আইনজীবী সাইফুল ইসলাম (ফাইল ছবি)
আইনজীবী সাইফুল ইসলাম (ফাইল ছবি)

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে রবিবার (২৬ জানুয়ারি) আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বন্দর নগরী হিসেবে পরিচিত চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এই ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আইনজীবী হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়াল ২১।

ঢাকার প্রথম আলোর দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া ১১ জন হলেন প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ। তাঁরা সবাই নগরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানাচ্ছে প্রথম আলো

কী হয়েছিল চট্টগ্রামের আদালত চত্বরে

গত বছরের ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ৩৫-বছর বয়সী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করার আদেশ দেন।

দুপুরের দিকে চিন্ময়কে বহনকারী পুলিশের গাড়ি ঘিরে ধরেন তার হাজারো সমর্থকরা।

প্রায় ৩ ঘণ্টা ধরে চলে উত্তেজনা, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও হট্টগোল থামাতে লাঠিচার্জ করে।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিন দিন পর দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে তোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম।

XS
SM
MD
LG