অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একাধিক দাবানল অব্যাহত


সেপালভেডা বুলেভার্ডে দমকলের একাধিক ট্রাক। লস অ্যাঞ্জেলেস, ২৩ জানুয়ারি, ২০২৫।
সেপালভেডা বুলেভার্ডে দমকলের একাধিক ট্রাক। লস অ্যাঞ্জেলেস, ২৩ জানুয়ারি, ২০২৫।

প্রবল হাওয়া ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দমকলকর্মীরা বৃহস্পতিবার একাধিক দাবানলের মোকাবিলা অব্যাহত রেখেছেন।

লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যাসটেইক হ্রদের নিকটবর্তী পর্বতমালায় বুধবার হিউস দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ৫০ হাজারের বেশি মানুষকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়। হিউস দাবানলের সংলগ্ন এলাকায় ধোঁয়া, ধুলো ও ছাই মিশ্রিত দমকা বাতাস থেকে বাঁচতে স্বাস্থ্য বিষয়ক উপদেশ জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ড. মানটু ডেভিস এক বিবৃতিতে বলেছেন, “ধোঁয়া ও ছাইভস্ম সবার ক্ষতি করতে পারে, এমনকি যারা সুস্থ রয়েছেন, তাদেরকেও।”

ভেনচুরা কাউন্টিতে লাগুনা দাবানলের ফলে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় চ্যানেল দ্বীপ ও ইউনিভার্সিটি গ্লেনে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়, তবে বৃহস্পতিবার বিকালে এই নির্দেশিকাকে শুধুমাত্র সতর্কবার্তাতেই নামিয়ে আনা হয়েছে।

ইন্টারস্টেট ৪০৫-এর কাছে সেপালভেডা দাবানলের কারণে এলাকা খালি করার নির্দেশ বুধবার বিকালে তুলে নেওয়া হয় কেননা দমকলকর্মীরা দাবানলের অগ্রগতি রুখে দিয়েছে; এই দাবানল ১ বর্গ কিলোমিটারের সামান্য কম এলাকা পুড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রেডিকশন সেন্টার বৃহস্পতিবার বলেছে, সান্তা অ্যানা সমুদ্রতীরের অদূরে “প্রবল দমকা” বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বইতে থাকবে; কিছু পর্বতমালায় এই দমকা বাতাসের গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটারে পৌঁছতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার “খুব কম আর্দ্রতা ও আগে থেকেই শুষ্ক অবস্থা”র সঙ্গে জোরালো বাতাসের ফলে এই সেন্টার তড়িঘড়ি বৃহস্পতিবার দাবানলজনিত আবহাওয়ার গুরুতর ঝুঁকি সংক্রান্ত সতর্কতা অব্যাহত রেখেছে।

হিউস দাবানল মোকাবিলায় দমকলকর্মীরা সাহায্য পেয়েছেন; রাতের মধ্যে আকাশপথে একাধিক হেলিকপ্টার থেকে জল ছড়ানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে দাবানল লেক ক্যাসটেইক বিনোদন এলাকার কাছে ৪১ বর্গ কিলোমিটারের বেশি এলাকাকে আগুনে ঝলসে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে দাবানল নিয়ন্ত্রণ বা প্রশমনের হার ছিল প্রায় ১৪ শতাংশ; তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৪ শতাংশ।

আগামী কয়েক দিনে কিছু স্বস্তির সম্ভাবনা রয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ বলেছে, শনিবার সকালের দিকে এই এলাকায় অল্প বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।

XS
SM
MD
LG