যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুক্রবার নর্থ ক্যারোলাইনার পশ্চিমাঞ্চল ও লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যাবার কথা রয়েছে । গত বছর ঘূর্ণিঝড় হেলিন যে রাজ্যগুলোতে আঘাত হেনেছিল তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নর্থ ক্যারোলাইনা। সোমবার ক্ষমতা গ্রহণের পর এটাই ট্রাম্পের প্রথম সফর।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বিশ্বব্যাপী ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে তাদের পণ্য উৎপাদন করার আহ্বান জানিয়েছেন এবং তাদের জন্য শুল্ক কম রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি সতর্ক করে দেন, তারা যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন না করে অন্য কোথাও করে সেক্ষেত্রে তাদেরকে পণ্য রপ্তানির জন্য শুল্ক দিতে হবে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কর্পোরেট নেতাদের সঙ্গে ট্রাম্প ভিডিও আলোচনা কররেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার ১৯৬০-এর দশকে প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত সরকারি ফাইল জনসাধারণের জন্য প্রকাশের এক আদেশে স্বাক্ষর করেন। এর আগে ট্রাম্প শেষ ফাইলগুলো প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন।