যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে তারা দেশের দক্ষিণের সীমান্ত সুরক্ষায় সাহায্যের জন্য দেড় হাজার সেনা মোতায়েন শুরু করেছে। পেন্টাগন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে সামরিক বিমান সরবরাহ করবে আটক পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার একটি বিল অনুমোদন করেছে যেখানে যুক্তরাষ্ট্রে চুরির দায়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের আটক রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। দ্বিদলীয় সমর্থন নিয়ে ২৬৩-১৫৬ ভোটে বিলটি পাস হয় এবং আইনে পরিণত করতে স্বাক্ষর করার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার বলেছেন, তার দেশ আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬’শ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক।রাষ্ট্রপরিচালিত সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ফোন আলোচনায় তিনি ঐ মন্তব্য করেন।