প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক নির্বাহী পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, সশস্ত্র বাহিনী মোতায়েন, সীমান্তে দেয়াল নির্মাণ, অ্যাসাইলাম সুবিধার অবসান এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কিছু শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা
ট্রাম্প ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন যা তার প্রথম মেয়াদেরই পুনরাবৃত্তি। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার নির্দেশ দেন। সংস্থাটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তারা ট্রাম্পের ঘোষণায় “দুঃখ” প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে যে প্রেসিডেন্ট তার নির্দেশটি পুনর্বিবেচনা করবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত দেড় হাজারেরও বেশি সমর্থককে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। এই ক্ষমার আওতায় পুলিশ কর্মকর্তাদের আক্রমণকারী এবং বিচার বিভাগের আনা সবচেয়ে গুরুতর রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে।