বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কে হবেন তা নিশ্চিত করেছেন। জন র্যাটক্লিফকে যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থার ২৫তম পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার পক্ষে ৭৪-২৫ ভোট পড়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে র্যাটক্লিফ জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের পরিচালনায় র্যাটক্লিফ শপথ গ্রহণ করেন।
ভ্যান্স র্যাটক্লিফকে একজন ‘মহান দেশপ্রেমিক’ অভিহিত করে বলেন, তিনি এমন একজন ব্যক্তি যার ওপর প্রেসিডেন্টের আস্থা রয়েছে।
র্যাটক্লিফ এখন এমন একটি গোয়েন্দা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন যেটিকে ট্রাম্প এবং রিপাবলিকানরা ইউক্রেন, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের মতো জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে তথ্য সংগ্রহ এবং পূর্ববর্তী প্রশাসনের নীতি রক্ষার জন্য প্রাপ্ত তথ্য ব্যবহারে ব্যর্থতার দায়ে সমালোচনা করেছিলেন।
সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও রিপাবলিকান জন থুনও র্যাটক্লিফের মনোনয়নের বিষয়ে তার সহকর্মীদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
থুন বলেন, “বাইডেন প্রশাসনের অধীনে গোয়েন্দা সম্প্রদায় কিছু উল্লেখযোগ্য ভুল করেছে।” তিনি বলেন, “মিঃ র্যাটক্লিফ সিআইএ-তে সঠিক অভিজ্ঞতা এবং সঠিক পদ্ধতি কাজে লাগাবেন।”
গত সপ্তাহে নিশ্চিতকরণ শুনানিতে র্যাটক্লিফ বলেন, “জাতির একটি শক্তিশালী, সক্ষম এবং আগ্রাসী সিআইএ প্রয়োজন।” “আমি মনে করি,আপনি যে পুরুষ ও নারীদের নেতৃত্ব দেবেন তারা ঠিক সেই ধরনের এজেন্সিতে কাজ করতে চান।তারা সিআইএ-তে যোগ দিয়েছে, কোনো গির্জার গায়কদল বা থেরাপি সেশনে নয়।”
ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের একজন অভিজ্ঞ এবং সাবেক ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা গ্যাবার্ড জাতীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী পরিচালক হওয়ার জন্য ট্রাম্পের পছন্দ।
আগামী সপ্তাহে তার নিশ্চিতকরণের শুনানি হওয়ার কথা রয়েছে। সে সময় তাকে ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকনের কাছ থেকে আসা অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তিনি রাশিয়ার মিথ্যা তথ্য পুনরাবৃত্তি করেছেন কি না এবং ২০১৭ সালে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে তার বৈঠকের বিষয়ে জিজ্ঞেস করা হবে। বাশার আল-আসাদ যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।
র্যাটক্লিফের বিরোধীরা অভিযোগ করেন, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের সময় র্যাটক্লিফ কংগ্রেসকে অমান্য এবং তথ্য গোপন করেছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাসোগি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
ক্যাথেরিন জিপসন এবং কিম লুইস এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।