সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা এই দাবি তুলে ধরেন।
সকাল ১০টা থেকে বিপুলসংখ্যক শিক্ষকের অংশগ্রহণে আন্দোলন শুরু হয়। তারা যুক্তি দিয়েছেন, তাদের বর্তমান তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে শ্রেণিবদ্ধকরণ অন্যায় এবং শিক্ষকতা পেশার জন্য অবমাননাকর।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনরত শিক্ষকেরা সরকারকে আল্টিমেটাম ও হুঁশিয়ারি দিয়ে বলেন, দুপুর ২টার মধ্যে দাবি আদায় করা না হলে আন্দোলন আরও বাড়বে। বিকেল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার কাছে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন। বাধায় দমে না গিয়ে তারা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
বিক্ষোভ চলার সময় এক শিক্ষক বলেন, “আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়, যা আমরা শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের দাবি।”
সুনামগঞ্জের বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন একই সুরে বলেন, “আমরা শিক্ষক সমাজের অংশ। আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? শিক্ষকদের তৃতীয় শ্রেণির মধ্যে রেখে দেশ গড়া সম্ভব নয়।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষকদের দাবির বিষয়ে সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাহবাগের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। শিক্ষকেরা তাদের দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।