অ্যাকসেসিবিলিটি লিংক

নাটোরে যৌন নিপীড়নের ২০ বছর পর রায়, দুই আসামীর ১০ বছরের কারাদণ্ড


কাজেম আলী ও আতিকুর রহমান নামে দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৯ জানুয়ারি, ২০২৫।
কাজেম আলী ও আতিকুর রহমান নামে দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৯ জানুয়ারি, ২০২৫।

নাটোরে শিশুকে যৌন নিপীড়ন ও আত্মহত্যায় প্ররোচিত করার প্রায় ২০ বছর পর কাজেম আলী ও আতিকুর রহমান নামে দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তারা দু’জনই শিশুটির প্রতিবেশী ছিল।

বিশেষ সরকারি কৌসুঁলি আব্দুল কাদের মিয়া বলেন, "এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও শুনানি শেষে বিচারক প্রায় ২০ বছর পর এ রায় দেন।"

এগারো বছর বয়সী এক কিশোরীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ ছিল সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে।

ঘটনার পরপরই সেই কিশোরী কীটনাশক পান করে আত্মহত্যা করেছিল বলে জানা যায়।

XS
SM
MD
LG