গত সাড়ে পাঁচ মাসে ৪০টি মাজার ও তার সাথে সম্পর্কিত ৪৪টি স্থাপনা ভাঙচুর ও হামলার তথ্য পেয়েছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
মাজার ও দরগাহে হামলার ঘটনায় পুলিশের প্রতিবেদনের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ পুলিশ ৪ আগস্ট ২০২৪ থেকে দেশের বিভিন্ন এলাকায় ৪০টি মাজার ও তার সাথে সম্পর্কিত ৪৪টি ভাঙচুর ও হামলার ঘটনা রিপোর্ট পেয়েছে।"
এসব স্থাপনার মধ্যে সুফি সমাধিক্ষেত্র/দরগাহ আছে।
এসব হামলার ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং, গ্রেফতার হয়েছে ২৩ জন।
প্রেস উইং জানিয়েছে, সবচেয়ে বেশি ১৭টি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটে।
শেরপুর জেলায় একই মাজারে চার দফায় হামলার ঘটনা ঘটেছে।
এসব হামলার ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা ও ২৯টি সাধারণ ডায়রি নথিভুক্ত হয়েছে।
প্রেস উইং বলছে, মাজারে যেকোনো হামলার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এর আগে ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মাজার বা কাওয়ালীতে হামলার ঘটনায় ছাড় দেয়া হবে না।
গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, "অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোতে যেকোনো ঘৃণামূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়।"