অ্যাকসেসিবিলিটি লিংক

হাজারীবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে


হাজারীবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে
হাজারীবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত চামড়ার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের আড়াই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় এবং বিজিবি সদস্যদের সহযোগিতায় শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়াটি নিশ্চিত করে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ১১ ইউনিটের চেষ্টায় ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের সঙ্গে বিজিবি ও সেনা সদস্যরাও কাজ করেছেন।

এদিন দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারের সাততলা একটি ভবনের পঞ্চম তলার একটি চামড়ার গুদামে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করলেও পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয় আরও ৫ ইউনিট। এর মাঝে ফায়ার ফাইটারদের সহযোগিতায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেয়।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনই কিছু নিশ্চিত করেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

XS
SM
MD
LG