যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণে ক্ষমতা ও সম্পদ কেন্দ্রীকরণের বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে একটি “অভিজাততন্ত্র” এবং “প্রযুক্তি-শিল্প কমপ্লেক্স”-এর উত্থানের কথা তুলে ধরেন। বাইডেন অলিগার্কি বলতে কাকে বোঝাতে চেয়েছেন তা বলেননি । তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ভেঙে পড়ছে।
প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের মনোনীত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেনেটার মার্কো রুবিও বুধবার তার পদ নিশ্চিতকরণ শুনানিতে বলেছেন নতুন প্রশাসনের প্রধান কাজ হবে সবার ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে স্থান দেয়া। রুবিও আরও বলেন, যুদ্ধ শেষ করতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই ছাড় দিতে হবে।
ক্যালিফোর্নিয়ার দমকলকর্মীরা লস অ্যাঞ্জেলেস এলাকায় জ্বলতে থাকা সবচেয়ে বড় দুটি দাবানল নিয়ন্ত্রণে আনতে অগ্রগতি অর্জন করেছেন। প্যালিসেডস ফায়ার ২১ শতাংশ এবং ইটন ফায়ার ৪৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে প্রবল বাতাসসহ ঐ অঞ্চলের জন্য বিপজ্জনক দাবানলের আশঙ্কা পেরিয়ে গেছে।