যশোর জেলা জজ আদালতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের বিচারক আত্মসমর্পণকারীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরের সদর উপজেলা, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা থেকে আদালতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় আত্মসর্ম্পণ করেন আওয়ামী লীগের ওইসব নেতাকর্মী।
এদিন একযোগে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দিয়ে তারা আদালতের এজলাসে প্রবেশ করেন। বিচারকের আদেশের পরও তারা স্লোগান দিতে দিতে পুলিশের প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
তারপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠন করা হয়। কার্যত এর পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেয়া ও ধরপাকড় শুরু হয়।
এ পর্যন্ত সারা দেশ থেকে দলটির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরেও ধরপাকড় দেখা গেছে।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার যশোর সদরের ২০ জন, অভয়নগরের ১০৫ ও বাঘারপাড়ার ৪৪ জনসহ মোট ১৬৯ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসর্ম্পণ করেন। তবে প্রাথমিকভাবে সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ঢালাওভাবে মামলা ও গণগ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে দলটির নেতাকর্মীরা আদালতে আত্মসর্ম্পণ করে স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে দলটির আরও নেতাকর্মী এভাবে আত্মসর্ম্পণ করবেন।