অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম।

প্রথম আলো আখতারুল ইসলামকে উদ্ধৃত করে লিখেছে, "সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে।"

এর আগে গত সপ্তাহে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম–দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

১০ ডিসেম্বর শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

জুলাই-অগাস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে আগামী ১৮ই ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত।

তবে ৪৬ জনের মধ্যে অধিকাংশ আসামির নাম প্রকাশ করেনি ট্রাইব্যুনাল।

XS
SM
MD
LG