অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে বোতাম কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত ১


গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা। ২২ ডিসেম্বর, ২০২৪।
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা। ২২ ডিসেম্বর, ২০২৪।

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় রবিবার (২২ ডিসেম্বর) একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুপুরের দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন বোতাম কারখানায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে নিহতের লাশ কারখানার ভেতর থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই কারখানায় কেমিকেল থাকায় কিছুক্ষণ পর পর ব্যাপক শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছিলো এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেলে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া ওই কারখানার আশপাশে পানির উৎস কম থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে বলে জানান তিনি।

XS
SM
MD
LG