অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জামিনে মুক্ত


হায়দ্রাবাদে পুলিশ তাঁকে গ্রেপ্তার করার আগে স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোনোর সময়ে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় অভিনেতা আল্লু আর্জুন ।১৩ ডিসেম্বর, ২০২৪।
হায়দ্রাবাদে পুলিশ তাঁকে গ্রেপ্তার করার আগে স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোনোর সময়ে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় অভিনেতা আল্লু আর্জুন ।১৩ ডিসেম্বর, ২০২৪।

দক্ষিণ ভারতের এক জনপ্রিয় অভিনেতাকে শনিবার জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একদিন আগেই তার অভিনীত এক সিনেমার প্রিমিয়ার শোতে (৪ ডিসেম্বর) পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হলে এই অভিনেতাকে পুলিশ গ্রেপ্তার করে।

৪ ডিসেম্বর দক্ষিণের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে আল্লু আর্জুনের পুষ্পা ২: দ্য রুল সিনেমার প্রদর্শনীর সময় ভিড়ে পদদলিত হয়ে একজন ৩৫ বছর বয়সী নারী নিহত ও তার ৮ বছর বয়সী ছেলে গুরুতর আঘাত পায়।

নিহত নারীর স্বামী ওই অভিনেতা, তার নিরাপত্তা দল ও থিয়েটারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ আর্জুনকে গ্রেপ্তার করে। তিনি অভিযোগ করেন, উল্লেখিত অভিনেতা এই শোয়ে উপস্থিত হওয়ার বিষয়টি পুলিশকে আগে থেকে জানাননি, যার ফলে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ সেখানে হাজির হন। পুলিশ ওই অভিনেতা, তার নিরাপত্তা দল ও থিয়েটারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে অপরাধযোগ্য নরহত্যার অভিযোগ আনে।

ইতোমধ্যে পুলিশ থিয়েটারের মালিক ও দুই কর্মীকে এই মামলার সূত্রে গ্রেপ্তার করেছে।

স্থানীয় থিয়েটারে এই সিনেমার প্রদর্শনীর সময় ৪১ বছর বয়সী এই অভিনেতার আকস্মিক আগমনে দুর্ঘটনার সূত্রপাত ঘটে। তাকে এক নজর দেখার জন্য ভক্তরা ঝাঁকে ঝাঁকে থিয়েটারের ভেতরে প্রবেশ করতে গেলে মূল ফটকটি ভেঙে পড়ে এবং অনেকেই পদদলিত হন।

অভিনেতা পুলিশের আনা অভিযোগ বা তার গ্রেপ্তার নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে এই দুর্ঘটনার অল্প সময় পর তিনি সামাজিক মাধ্যম এক্স’এ লেখেন, এই “মর্মান্তিক দুর্ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে।” পরবর্তীতে তিনি ওই নারীর পরিবারের জন্য ২৯ হাজার ডলারের আর্থিক সহায়তার ঘোষণা এবং তার আহত সন্তানের চিকিৎসার খরচ বহন করার প্রতিশ্রুতি দেন।

ভারতে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা নিত্যনৈমিত্তিক। প্রায়ই ছোট জায়গায় অনেক মানুষ জমায়েত হন এবং এসব জায়গাগুলোতে অবকাঠামোগত দুর্বলতা ও ভিড়ের সময়ে সুরক্ষার ব্যবস্থা থাকে না বললেই চলে।

XS
SM
MD
LG