তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি এবং ব্যক্তি অস্ত্র বিক্রি করে, চীন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করার পর চীন 'ভুল বার্তা পাঠানো বন্ধ' করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে।
প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা তুলে নেবার জন্য জর্জিয়ার আপিল আদালতকে বলেছেন। ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেবার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ঐ মামলা হয়েছিল। ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন। একজন বর্তমান প্রেসিডেন্টের বিচারের ব্যাপারে বিচার বিভাগের নীতির ওপর ভিত্তি করে ফেডেরাল প্রসিকিউটাররা ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি মামলা তুলে নিয়েছে।
বুধবার ম্যানহাটানের এক হোটেলের সামনে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হবার পর নিউ ইয়র্ক শহরে আসামীকে খোঁজা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস পুলিশের উদ্ধৃতি দিয়ে বলছে, মনে হচ্ছে তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। ইউনাইটেড হেলথ গ্রুপ এ দেশে স্বাস্থ্য বীমাকারিদের মধ্যে বৃহত্তম।