অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:31 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার অ্যাঙ্গোলার বন্দর নগরী লোবিটোতে একটি রেলওয়ে টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।যুক্তরাষ্ট্র জাম্বিয়া, কঙ্গো ও অ্যাঙ্গোলায় এক হাজার ৩০০ কিলোমিটারের রেললাইন সংস্কারের জন্য ৫৫ কোটি ডলার ঋণ দিয়েছে।

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলে “আত্মরক্ষামূলক” হামলা চালিয়েছে। সামরিক সহায়তা স্থাপনা ইউফ্রেটিসের আশেপাশে আমেরিকান এবং জোট বাহিনীর জন্য স্পষ্ট এবং আসন্ন হুমকি থাকার কারণে একাধিক রকেট লঞ্চার, একটি T-64 ট্যাংক এবং মর্টারের ওপর আঘাত করা হয়।

ন্যাশনাল রিটেইল ফেডারেশনের মতে, এই বছর থ্যাঙ্কসগিভিং থেকে সাইবার মানডে পর্যন্ত পাঁচ দিন প্রায় ১৯৭ মিলিয়ন আমেরিকান কেনাকাটা করেছে। ট্রেড অ্যাসোসিয়েশনের প্রত্যাশা ছিল ১৮৩ দশমিক ৪ মিলিয়ন তবে তা ছাড়িয়ে গেছে। ভোক্তারা গড়ে ২৩৫ ডলার ব্যয় করেছেন যা গত বছরের তুলনায় ৮ ডলার বেশি।

XS
SM
MD
LG