অ্যাকসেসিবিলিটি লিংক

বাতিল হলো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি নিয়ে বিশেষ আইন


বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন (২০১০) বাতিল করেছে সরকার। শনিবার (৩০ নভেম্বর) এই বিশেষ আইন বাতিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

তবে এ আইনের আওতায় হওয়া কোনো চুক্তি বাতিল হবে না।

আওয়ামী লীগ সরকার প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া কাজ দিতে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন করেছিল।

বিধান ছিল, এই আইনের অধীন কোনো সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এ কারণে এই আইনটি 'দায়মুক্তি আইন' হিসেবে পরিচিত।

জরুরি অবস্থার কথা বলে আইন প্রণীত হলেও বেশ কয়েক দফায় আইনটির মেয়াদ বাড়ানো হয়েছিল বিগত সরকারের আমলে।

এর আগে ১৪ নভেম্বর কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০–এর ৯ ধারায় দায়মুক্তির বিধান অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

১৯ নভেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

XS
SM
MD
LG