অ্যাকসেসিবিলিটি লিংক

সব রাজনৈতিক মতাদর্শের মানুষের অধিকার রক্ষার আহ্বান অ্যামনেস্টির


সব রাজনৈতিক মতাদর্শের মানুষের অধিকার রক্ষার আহ্বান অ্যামনেস্টির
সব রাজনৈতিক মতাদর্শের মানুষের অধিকার রক্ষার আহ্বান অ্যামনেস্টির

সব রাজনৈতিক মতাদর্শের মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে মানবাধিকারকে কেন্দ্র করে কাজ করা বৈশ্বিক বেসরকারি অলাভজনক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অ্যামনেস্টি দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস এক পোস্টে বলেছে, "জিরো পয়েন্টে রোববার আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুততপম সময়ের ভেতর ও নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের জবাবদিহিতায় আনতে হবে।"

এই পোস্টে অ্যামনেস্টি বলছে, "রাজনৈতিক বিশ্বাসের জন্য কাউকে আক্রমণ করা তার স্বাধীন মতপ্রকাশের অধিকারের লঙ্ঘন।"

কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সবার অধিকার রক্ষা করতে হবে, এমন পরামর্শ দেয়া হয়েছে পোস্টে।

এর আগে রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দল রাজধানী ঢাকায় একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনাকে ভেস্তে দেয় বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলি। তারা একে রাজপথে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রথম প্রচেষ্টা হিসেবে দেখেছে। শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ত্যাগ করেন।

বিএনপির কর্মী ও রক্ষণশীল জামায়াতে ইসলামি দলের সদস্যরা ঢাকার রাস্তায় নেমে পড়ে এবং যেখানে আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা ছিল সেই এলাকার বেশিরভাগ অংশেই তারা ভিড় করে।

শত শত ছাত্র-বিক্ষোভকারীসহ বাকিরাও ঘোষণা করে, তারা হাসিনার সমর্থকদের রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করার সু্যোগ দেবে না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা হাসিনার বেশ কয়েকজন সমর্থকের ওপর হামলা চালায়।

XS
SM
MD
LG