পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার ভোরে বোমা বিস্ফোরণে পাঁচজন স্কুলছাত্রসহ অন্তত নয়জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সহিংসতা কবলিত বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় একটি স্কুলের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে সংযুক্ত ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
নিহতদের মধ্যে অন্তত একজন পুলিশ কর্মকর্তা; বেশ কয়েকজন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, প্যারালাইটিক ভাইরাস প্রতিরোধে শিশুদের টিকা দেয়ার জন্য চলমান প্রচারণায় জড়িত পোলিও টিকাদান দলগুলোকে রক্ষা করার জন্য একটি পুলিশের গাড়ি কর্মীদের পরিবহন করছিল।
২০২৪ সালে ফের পাকিস্তানে পোলিও সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে এ বছর ৪৩ জন পোলিও আক্রান্তের খবর পাওয়া গেছে, যার মধ্যে ২২টি ঘটেছে আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানে।
প্রাদেশিক সরকার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বিবৃতিতে এই সহিংসতাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন।
বেলুচিস্তান প্রচুর প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। সেখানে বেশ কয়েকটি জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এই বোমা হামলা করে। তবে এবার বেলুচিস্তানে বোমা হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
মঙ্গলবার জনবিরল প্রদেশের পাঞ্জগুর জেলায় একটি বাঁধের স্থানে শ্রমিকদের ওপর বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত ও দুজন আহত হন। নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে।
গত মাসে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা অন্য একটি জেলার একটি কয়লা খনিতে হামলা চালিয়ে ২১ জন কয়লা শ্রমিককে হত্যা করে।
বিএলএ যুক্তরাষ্ট্র দ্বারা বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। এটি এবং অন্যান্য সহযোগী বিদ্রোহী গোষ্ঠীগুলো বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করার দাবি করে।
চলতি সপ্তাহের শুরুর দিকে আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিকাদানকারীদের পাহারায় নিয়োজিত দুজন পুলিশ কর্মকর্তাকে জঙ্গিরা হত্যা করে।
পাকিস্তানি তালিবান নামে পরিচিত ইসলামপন্থী জঙ্গিরা সরকারের হয় গুপ্তচরবৃত্তির সন্দেহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে পোলিও টিকাদানকারী দলগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে মনে হচ্ছে।