গাজা যুদ্ধের প্রতিবাদে নিউইয়র্ক সিটির পুলিশ সোমবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের বাইরে অবস্থান ধর্মঘট পালনকারী দুই’শর বেশি ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি জানায়।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিস সোমবার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিরুদ্ধে সতর্ক করে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন। ট্রাম্প সম্প্রতি "অভ্যন্তরীণ শত্রু"র মোকাবিলা উল্লেখ করে বলেছেন, এটি বিদেশি প্রতিপক্ষের চেয়েও ভয়ংকর।
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পও সোমবার পেনসিলভানিয়ায় প্রচার অভিযান চালান। টাউন হলে সাবেক প্রেসিডেন্ট এবং সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমের সমাবেশ চলাকালে ট্রাম্পের দুই সমর্থক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয়।