যুক্তরাষ্ট্রের সেনা তরী ইউএসএস সাভানা ১০০ জন নাবিকসহ ৫ দিনের সফরে সোমবার কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে ভিড়েছে। গত ৮ বছরে এই প্রথম আমেরিকান কোনো সামরিক জাহাজ ঐ দেশে ভিড়েছে।
গত মাসের যে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হন, সে সময় ডেমোক্র্যাটিক দলের জন্য যেসব দাতা রেকর্ড পরিমাণ অর্থ তোলেন, তাদের ধন্যবাদ জানিয়ে নিরাশ না হয়ে রাজনীতিতে যুক্ত থাকার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
হিউস্টনের পুলিশ বলছে, রবিবার এক ক্লাবে গুলির ঘটনায় দুই কিশোর নিহত এবং ১৩ বছরের এক কিশোরীসহ ৪ জন আহত হয়েছে।