অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:35 0:00

পেন্টাগন রবিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এবং তা পরিচালনায় সেনা পাঠাবে। এপ্রিল এবং অক্টোবর মাসে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র টার্মিনাল হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স ব্যাটারি দিচ্ছে যা ইসরায়েলের এয়ার ডিফেন্সকে শক্তিশালী করবে।

ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে শনিবার একটি চেক পয়েন্টে এক ব্যক্তিকে দুটি বন্দুক ও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়। রবিবার কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তবে ৪৯ বছর বয়সী লাস ভেগাসের ভেম মিলার শনিবার ৫ হাজার ডলারের বিনিময়ে জামিনে মুক্তি পেয়েছেন।

বিভিন্ন দেশের মধ্যে সম্পদের অসমতা নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তুর্কি-আমেরিকান ডারন আসেমোগলু এবং ব্রিটিশ-আমেরিকান সাইমন জনসন ও জেমস রবিনস। এই তিনজনকে “প্রতিষ্ঠানগুলি কিভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করে তা গবেষণার জন্য” সম্মানিত করা হয়।

XS
SM
MD
LG