অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার বিশেষ বিশেষ খবর VOA 60-তে স্বাগত


আমেরিকার বিশেষ বিশেষ খবর VOA 60-তে স্বাগত
please wait

No media source currently available

0:00 0:01:30 0:00

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডায় বুধবার প্রচণ্ডবর্ষণ ও প্রবলবেগে বাতাসসহ প্রাণঘাতী ঝড়ের সতর্কতার মাঝেই শক্তিশালি ঘুর্ণিঝড় মিল্টন আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে অথবা বৃহস্পতিবার ভোরে (সর্বশক্তিতে) মিল্টন আছড়ে পরবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জানিয়েছেন যে তিনি তার জার্মানি এবং এঙ্গোলা সফর স্থগিত করেছেন। তিনি হারিকেন মিল্টন পর্যবেক্ষনের জন্য হোয়াইট হাউজেই থাকছেন। বাইডেন সতর্ক করে বলছেন যে মিল্টন ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে।

যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্য এবং এবং ডিষ্ট্রিক্ট অব কলম্বিয়া টিকটকের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেছে। ঐ মামলায় টিকটক তরুণদের জন্য ক্ষতিকর এবং তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে টিকটক এবিষয়ে দৃঢ়ভাবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীনা মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রের একটি আইনের বিরুদ্ধে লড়ছে যা এই অ্যাপটিকে আমেরিকায় নিষিদ্ধ করতে পারে।

XS
SM
MD
LG